হয়ত আঙ্গুল ছুঁয়ে
লেগেছে তোমার ভালো,
তেমনি রয়েছো শুয়ে
শিয়রে জ্বলছে আলো।
হয়ত দেখেছো ঘুমে
স্বপ্নে প্রথম রং,
আমি পাশে নিঃঝুমে
দেখছি ঠোঁটের ঢং।
আমার চোখের পাতা
একটু উঠেছে কেঁপে,
তোমার ছোট্ট মুঠি
কি নিতে চেয়েছো মেপে!
শেষ কবে এই কাঁপা!
বৎসরকাল আগে
যেদিন মিশেছো দেহে,
আদিম পুষ্পরাগে।
এইতো ছোট্ট মাথা,
কতটুকু ভার ধরে!
তবুও রাখলে বুকে
গ্লানিহীন নির্ভরে।
কি ব্যথা জাগালে সখী!
অথচ কি সুখ দিলে!
জেগে জেগে তাই দেখি
তোমাকে ছন্দমিলে।
এ হাত কোথায় শুরু?
ও হাত কোথায় থামে?
একাকার লঘুগুরু
আমাদের বিশ্রামে।
নখে নখ আছি ছুঁয়ে,
লাগছে কি তোর ভালো?
তেমনি আছিস শুয়ে –
শিয়রে জ্বলছে আলো।