সুখের ওপারে আগে ছিল শুধু শব্দ,
ইদানীং স্বামী সকলই অসুখলব্ধ!
গাগরীভরণ অযাচিত ঘটপটনেই;
দধি গুরুপাক – আমরা তো আর ছোট নেই!
যমুনার তীরে জনহীন সূর্যাস্তে –
বাল্যে স্বামিন্ হেনকালে তুমি আসতে।
ননী চুরি থাকে গোপবালকের মজ্জায়;
রাতভর খেলা পদপল্লব চর্যায়।
সেই একই হাত, শুধু নীল কোন বিষে তা!
একই স্বেদ ভালে, কোন পাঁকে তবে দূষিতা?
কুঞ্চিতকেশ দৃষ্টি ঢেকেছে নাথ হে;
চেনা কলরোল তপ্ত কর্ণপটহে।
অধুনা খবর রটেছে শহরে ভাগাড়ে –
ছোবলায় রাতে ঢোঁড়াসাপ একনাগাড়ে!
তাই নিশিচারী, ঢাকি পদছাপ যতনেই;
দধি গুরুপাক – আমরা তো আর ছোট নেই!