কুম্ভ জরতী কামার্থে ধৃতা,
অল্প সময়ের অপরিচিতি,
মুগ্ধমেধা, হৃদি পুষ্পাকুলা,
হত বসন্তের অর্ধস্মৃতি।
লগ্ন বিফলে সমস্ত বৃথা,
ভ্রান্তিমোচনের মন্দগতি,
সন্ধ্যাকাশে শেষ রক্তগুলাল
আভাসে উদাহৃত স্বপরিণতি।
মগ্ন মহাদেশ — ঝঞ্ঝাবায়ে
উৎচকিত চূড়া, নৃত্যরোলে
লিপ্তপদাঘাত সর্বনামে —
সত্য ত্যাজে, তথা মিথ্যা ভোলে।
স্তম্ভ গুরুভার প্রৌঢ়কায়ে;
অহো কি অপ্লব দিন যাপিলে!
বর্ষ গেল, ভূত স্কন্ধারামে,
কাব্য রচিবে কি অজাতমিলে?