জলে মস্ত বক—
পাড়ে ছিটকে কাদা
উড়ে ব্যস্ত পাখি
সাঁঝশিকারে চললো।
মাঠে ক্লান্ত দিন,
হাঁটু ভাঙতে কষ্ট,
পিঠে ঝুলছে সন্ধ্যা,
কচি আঙুল নাড়ছে।
ইতস্তত আলোর
একটি-দুটি বিন্দু,
শাঁখের ভীরু শব্দ
ছোটে ট্রেনের জানলায়।
সহসা বাঁশি কাঁদলো—
মুচড়ে আদিগন্ত,
অচেনা মোহে স্তব্ধ,
হৃৎপিণ্ডে, অঘ্রাণ।